ড. বিভূতি ভূষণ মিত্র

ড. বিভূতি ভূষণ মিত্র একজন গবেষক ও শিক্ষাবিদ, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। তিনি পরিবেশ, জীববৈচিত্র্য এবং সামাজিক বিষয়াবলী নিয়ে লেখালিখি করেন এবং এসব বিষয়ে তাঁর অনেক লেখা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাঁর লেখালেখি মূলত বাংলাদেশ প্রেক্ষাপটে পরিবেশগত সমস্যা, যেমন – মাছ ও জীববৈচিত্র্যের ওপর হুমকি, বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন এবং রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে।