প্রতিনিধি: ধানের দেশ বাংলাদেশ। মৌসুম ভিত্তিক এ দেশে বিভিন্ন জাতের ধান চাষ হয়ে থাকে। ধান হলো কৃষকের জান। সাড়া বছর ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে জমিতে ধান চাষ করেন কৃষক। বর্তমানে চলছে আমনের মৌসুম। মাঠে মাঠে এখন আমন রোপণকৃত সবুজের সমারোহ।
সবুজ ধানের শীষে ভরে উঠছে আমন ক্ষেত। সবুজ ধানের শীষে চিরদিন আছে মিশে এ দেশের জমিন। মোহনগঞ্জে মাঠ জুড়ে সবুজ ধানের স্নিগ্ধ হাসি। ধান গাছের ডগায় উঁকি দিচ্ছে সবুজ ধানের শীষ। বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল।
এছাড়াও পোকামাকড়ের আক্রমণের শিকার হয় কৃষি। এবারও কিছু কিছু জায়গায় দেখা গেছে মাইন মরা রোগ। ক্ষেতের মাঝখানে অনেক ধানের চারা ঝলসে গেছে। এক কৃষক বলেন, ধানের রুখ (লক্ষণ) ভালাই আছিলো। কিন্তু মাঝে মাঝে কার্তিক মরা রোগ দেখা দিয়েছে। দোয়া করুইন যে আর কোন বান (প্রাকৃতিক দুর্যোগে) যাতে না হায়। কাইটা কুইটা যাতে আমন ফসিলডা ঘরে তুলতাম হারি।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা মেলে, জমির ধান পেকে সোনালি রঙে শোভা ছড়িয়েছে। পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক-শ্রমিক। শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিনও।
উপজেলা কৃষি অফিসার জানান, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় উপজেলায় আমন ধানের চাষাবাদ অনেক ভালো হয়েছে। সেই সাথে ভালো আবহাওয়ার কারনে ধানের রোগ বালাইও অনেক কম হয়েছে। ধান চাষে গতবারের চেয়ে ভালো ফলন হওয়ায় এবার লক্ষমাত্রা অর্জন হবে।






