বাংলাদেশে কার্যকর জলবায়ু উদ্যোগ বাস্তবায়নের জন্য সবার অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, সামাজিক সমন্বয় ও রূপান্তর প্রয়োজন। আর এই প্রক্রিয়ার কেন্দ্রে থাকতে হবে নারী ও তরুণদের। বিশেষ করে তরুণদের। এক্ষেত্রে নারীদের গুরুত্ব। বিশেষকরে অল্প বয়সী নারীরা। এ লক্ষ্যেই নারীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব গঠনে সহায়তা করার প্রতিশ্রুতি নিয়ে আমাল ফাউন্ডেশন উদ্বোধন করেছে তাদের নতুন প্রকল্প ‘ফিউচার রুটস: ক্লাইমেট হাব ফর ইয়ুথ’।
ফিউচার রুটস–এর লক্ষ্য হলো তরুণ নারীদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে জলবায়ু সমাধান তৈরি এবং জলবায়ু সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি.মজুমদার মিলনায়তনে সোমবার সকালে এক জমকালো আয়োজনের মাধ্যমে নতুন প্রকল্পটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজকরা তরুণ নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও উন্নয়ন ও জলবায়ু খাতের প্রতিনিধিরা। তারা বাংলাদেশে জলবায়ু কর্মকাণ্ডে নারীদের নেতৃত্বের অন্তর্ভুক্তিমূলক পথ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ছিল একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা,জলবায়ু ও জেন্ডার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময় ও শেষে নতুন একটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন।
আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইসরাত করিম বলেন,‘ফিউচার রুটস: ক্লাইমেট হাব ফর ইয়ুথ আমাদের জন্য এমন এক পদক্ষেপ, যেখানে তরুণ নারীরা জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবনে নেতৃত্ব দেবে।’
তিনি আরোও বলেন, ‘আমরা বিশ্বাস করি, তরুণদের শক্তিই একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের চাবিকাঠি।’
অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলাদেশের প্রখ্যাত জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী বলেছেন, ‘জলবায়ু প্রশমণ এবং অভিযোজনে লিঙ্গভিত্তিক দিকটি এখনো উপেক্ষিত। এ অবস্থা থেকে বের হয়ে আসতে জলবায়ু কার্যক্রমে নারীর ভূমিকা ও অধিকারকে স্বীকৃতি দিতে হবে।’
‘হিরোস ফর অল’ প্রেসিডেন্ট ডা. রেহ্নুমা করিম বলেছেন, ‘ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই।’
অংশগ্রহণকারীরা জেন্ডার,জলবায়ু নীতি ও জাতীয় অভিযোজন কৌশলে তরুণদের ভূমিকা নিয়ে মত বিনিময় করেন। আমাল ফাউন্ডেশন ফিউচার রুটস নিজেকে এমন একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায়, যা জলবায়ু সম্পর্কিত সমস্যা নিরসনে নীতিগত আলোচনার সঙ্গে তরুন নারী নেতৃত্বকে সংযুক্ত করবে।
তারা জানান, ‘বাংলাদেশে এখন নারী ও তরুণবান্ধব অর্থায়ন দরকার। একইসঙ্গে জবাবদিহিতা এবং সমাজের প্রাথমিক স্তর থেকে টেকসই জলবায়ু সহনশীলতা গঠনে সামাজিক আন্দোলন প্রয়োজন’
আগামী দুই বছর ‘ফিউচার রুটস: ক্লাইমেট হাব ফর ইয়ুথ’ প্রকল্পটি তরুণ নারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়,স্থানীয় সংগঠন ও উদ্ভাবকদের সঙ্গে কাজ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ৫: জেন্ডার সমতা এবং এসডিজি ১৩: জলবায়ু কার্যক্রম)-এর সাথে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্তিমূলক জলবায়ু উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশগুলো ছিল:
উদ্বোধনী পর্বে জলবায়ু সমস্যা সমাধানে অ্যাডভোকেসি ও জ্ঞানভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর আলোচনা, ‘ইউমেন অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ ক্লাইমেট রেজিলিয়েন্স’ শীর্ষক প্যানেল সেশন,নির্বাচিত তরুণ নারী জলবায়ু ফেলোদের অভিজ্ঞতা বিনিময়, ‘কমিটমেন্ট এক্সচেঞ্জ’পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা তরুণ নেটওয়ার্ক, একাডেমিয়া ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানটি জাতীয় জলবায়ু কর্মসূচিতে জেন্ডার সমতা ও তরুণ নেতৃত্ব অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে শেষ হয়।






