রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রাবিপ্রবি) ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র(ক্যাপস) এর মধ্যে ‘ক্লিন এয়ার ফর গুড হেলথ: আন্ডারস্ট্যান্ডিং আওয়ার এনভারমেন্ট’ শিরোনামে দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা হয়েছে।
আজ বৃহস্পতিবার(১১ ডিসেম্বর)দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে একটি কোলাবোরেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর(ভিসি) প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ও ক্যাপস-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন।
সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে যৌথ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা, ক্লিন এয়ার ক্লাব প্রতিষ্ঠা, এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিনের তথ্য উপাত্ত বিনিময়, জলবায়ু পরিবর্তনে উপকূলীয় এলাকার পরিবেশ ও জনগোষ্ঠী নিয়ে গবেষণা, টেকনিক্যাল বায়ু দূষণ এবং জলবায়ু অভিযোজন বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য সাইদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, পরিচালকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৮ নভেম্বর বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর আজ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
ক্যাপস-এর পক্ষ থেকে রাবিপ্রবিকে দেওয়া ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’টি গতকাল বুধবার দুপুরে রাবিপ্রবি রিসোর্স ইনোভেশন সেন্টার (আরআইসি) এ স্থাপন করা হয়।







