ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক কনফারেন্স হলে অনুষ্ঠিত হচ্ছে ‘গার্ডিয়ান অব দ্য আর্থ সামিট এবং অ্যাওয়ার্ড ২০২৫’ সামিট। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনের আয়োজন করেছেন গ্লোবাল ল’থিংকারস সোসাইটি(জিএলটিএস)।
আয়োজকেরা জানান, সম্মেলনের লক্ষ্য পরিবেশ রক্ষায় আগামী প্রজন্মের জন্য সবুজ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করা।
সেইসাথে, বাংলাদেশ থেকে সূচিত এই নেতৃত্ব আন্দোলন একটি নতুন বৈশ্বিক সহযোগিতা ও মানবিক সাহসের মডেল উপস্থাপন করবে। এখন থেকে ২০৩০ সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ‘গার্ডিয়ান অব দ্য আর্থ’ অ্যাওয়ার্ড প্রদান অব্যাহত থাকবে।
আয়োজকেরা আরো জানান,’গার্ডিয়ান অব দ্য আর্থ’ একটি বৈশ্বিক আন্দোলন যা পরিবেশ সংরক্ষণ, শান্তি প্রতিষ্ঠা, আর্থিক স্বাধীনতা, সবুজ দক্ষতা উন্নয়ন এবং সীমান্ত পেরিয়ে সবুজ ব্যবসার প্রসারে কাজ করছে।
এটি নবায়নযোগ্য জ্বালানি, টেকসই কৃষি এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনকে উৎসাহিত করবে এবং ব্রাজিলের বেলেম শহরে আগামী মাসে শুরু হতে যাওয়া কপ৩০ এর প্রস্তুতির অংশ হিসেবে জলবায়ু অর্থায়নের বিষয়টিও উঠে আসবে।
এই বছর মোট নয়জন বিশিষ্ট ব্যক্তি ‘গার্ডিয়ান অব দ্য আর্থ’ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। এর মধ্যে চারজন আন্তর্জাতিক ব্যাক্তি এবং পাঁচজন বাংলাদেশ থেকে নির্বাচিত। তারা পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ এই অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন। তারা বিশ্বের অনুপ্রেরণার প্রতীক হিসেবে গ্রীন গার্ডিয়ান গ্লোবাল ফেস হিসেবে ইতিমধ্যে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
‘গার্ডিয়ান অব দ্য আর্থ সামিট’ এ বাংলাদেশ ছাড়াও স্লোভাকিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, কানাডা, প্যালেস্টাইন, ভারত, আফগানিস্তান, ভুটান, সিয়েরা লিওন এবং ইতালি সহ ১২টি দেশের ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।






