
মাত্র ৯ মাসে ইউটিউবে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছে সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের ‘দুনিয়ার গল্প’। চ্যানেলটি ইউটিউব কর্তৃপক্ষের সিলভার প্লে বাটন পেয়েছে আজ। গত ডিসেম্বরে খোলা এই চ্যানেলে ১৭২টি কন্টেন্ট আপলোড করেছেন কেরামত উল্লাহ বিপ্লব। এজন্য তিনি ঘুরেছেন ১৯টি দেশ। ওইসব দেশে থাকা বাংলাদেশী ও বিভিন্ন পর্যায়ের মানুষের জীবনগল্প সিনেমার মতো করে তিনি তুলে এনেছেন তার ভিডিওগল্পে। যা এরিমধ্যে, ১০ কোটিরও বেশি দর্শক দেখেছেন। তার কন্টেন্ট দেখা হয়েছে প্রায় ৬ লাখ ঘন্টার। বাংলাভাষার কনটেন্টে যা রেকর্ড বলছে ইউটিউব কর্তৃপক্ষ।
নিজের এই চ্যানেল সম্পর্কে সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব বলেন, দেশ ও দেশের মানুষের সুখ্যাতি-সাফল্যগাঁথা তুলে আনতে বিশ্বব্যাপী ঘুরে বেড়াবেন তিনি। আর এজন্য তার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে https://www.youtube.com/@
সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।






