শহরের মধ্যে ছোট বাসায় বাগান করা কঠিন নয় কি? অথবা সেখানেই চাষবাসের ব্যবস্থা? অতি সহজ উপায়ে এমনটা করা সম্ভব৷ প্রায় বিনা ব্যয়েই পরিবেশ সংরক্ষণ ও পুষ্টিকর খাদ্যের জোগান নিশ্চিত করা যায়৷
বাগান করা একটি সৃজনশীল শখ। আর এ শখ আপনি পূরণ করতে পারেন আপনার বাসার অব্যবহৃত প্লাস্টিক বোতল দিয়ে।
* প্লাস্টিক বোতল স্প্রিংকলার: বৃষ্টির পানির মতো অভিজ্ঞতা পেতে এবং বাগান সজীব করতে বাগানে স্প্রিংকলার ব্যবহার করা যেতে পারে। এ পদ্ধতি ব্যবহার করলে কম পানির প্রয়োজন হয় এবং পানির অপচয় রোধ হয়। স্প্রিংকলার তৈরির জন্য প্রয়োজন একটি পুশ পিন, একটি বাঁশের স্কিউয়ার, একটি দুই লিটারের খালি প্লাস্টিক বোতল সাথে একটি পানি দেওয়ার পাইপের অ্যাডাপ্টার।
* স্বয়ংক্রিয়ভাবে বীজে পানি দেওয়ার পাত্র তৈরি: বাগানে নতুন বীজ লাগাতে চাইলে পানি দেওয়ার স্বয়ংক্রিয় পাত্র বেশ সাহায্য করবে। যেহেতু এটি স্বচ্ছ, তাই খুব সহজেই এর পানির পরিমাণ নির্ণয় করা যায় এবং গাছে নির্দিষ্ট পরিমাণে পানি দেওয়া যায়। কোনো কারণে যদি ফাঙ্গাস এবং আর্দ্রতা অনেকদিন ধরে বজায় থাকে, তবে এটি খুব সহজেই গাছকে নষ্ট করে দিতে পারে।
* উলম্বভাবে প্লাস্টিক বোতলে পেঁয়াজ চাষ: সদ্য তুলে আনা পেঁয়াজ খাবারে দিলে তা খাবারে একটি অন্য মাত্রা যুক্ত করে। এটা সম্ভব হবে যদি রান্না ঘরের ছোট অংশে বাগান তৈরি করা যায়। প্লাস্টিক বোতলে গাছ লাগানোর জন্য একটি ৫ লিটারের বোতল প্রয়োজন। যদি বাড়িতে খোলা জায়গা কম থাকে, তবে এই পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলে খুবই সহজ এবং ফলপ্রসূ হতে পারে।
* উলম্বভাবে প্লাস্টিক বোতলে বাগান তৈরি: আনুভূমিকভাবে তৈরি করা বাগানকে উলম্ব বাগান বা ভার্টিক্যাল গার্ডেনে রূপ দেওয়া খুব সহজ। কিছু অব্যবহৃত পানীয়ের বোতল দিয়ে এবং হাতের কিছু কাজ জানা থাকলে। যারা বাগান করতে ইচ্ছুক কিন্তু পর্যাপ্ত জমি নেই তাদের জন্য এই ভার্টিক্যাল গার্ডেন সিস্টেম একটি বিকল্প ব্যবস্থা হতে পারে। আর কেউ যদি বাগান তৈরির ক্ষেত্রে ভিন্ন কিছুর চেষ্টা করতে চায়, তবে উল্লম্ব বাগান হবে অনেক বেশি আকর্ষণীয় পন্থা।
* পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল দিয়ে গ্রিন হাউজ তৈরি: প্লাস্টিক বোতল দিয়ে গ্রিন হাউজ তৈরি করা খুব সহজ। এটি একটি পরিবেশবান্ধব বাগান পদ্ধতি যা দেখতে যেমন আকর্ষণীয় এবং ব্যবহারেও কার্যকরী। নবায়নযোগ্যতা বা রিসাইকেলিং বর্তমানে খুবই প্রয়োজন। এক্ষেত্রে ফেলে দেওয়া প্লাস্টিকের পুনরায় ব্যবহার একটি নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও বেশ সময় দিতে হবে, এই ধরনের বাগান তৈরিতে। কিন্তু এটি খুবই সাশ্রয়ী এবং আকর্ষণীয় মাধ্যম।
* প্লাস্টিক বোতল দিয়ে কিচেনে বাগান তৈরি করা: এ ধরনের বাগান তৈরির ক্ষেত্রে দুই লিটারের বোতল প্রয়োজন হবে রান্নাঘরে। খুব সহজে এটি তৈরি করা যায় এবং দেখতেও বেশ আকর্ষণীয়। প্রথমে ধারালো ছুরি দিয়ে বোতলের গায়ে থেকে কিছু অংশ কেটে আলাদা করে রাখতে হবে। বোতলের নিচের তল থেকে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে যাতে পানি দেয়ার পর তা আটকে না থাকে। মাটির মিশ্রণটি বোতলের ভিতর রাখুন এবং রান্নাঘরের পাশে ঝুলিয়ে রাখুন। এভাবে রান্নাঘরও সুন্দর একটি বাগান হয়ে যাবে।






