দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে আলোচিত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার নিয়ে কাজ করা সাবেক দুদক পরিচালক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামানকে পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকারে অভিযান চালানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পরিচালক কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছিল কেন্দ্রীয় ব্যাংক । যার প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানকে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতির তদন্তকাজ থেকে প্রত্যাহার করে তাকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল । সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান ও তদন্তাধীন বিষয় নিয়ে লেখালেখির কারণে তাকে কারণ দর্শানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বলেও জানানো হয়েছিল।
২৮তম বিসিএসের এই কর্মকর্তা সরকারি চাকরির পাশাপাশি সৃজনশীল সাহিত্যেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চট্টগ্রামে বেড়ে ওঠা কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যয়ন করার সময় থেকেই তার সাহিত্য চর্চার শুরু করেন। লেখালেখির ধারাবাহিকতায় যুক্ত হয়েছিলেন সাংবাদকিতায়ও। কাজ করেছেন মানবজমিন ও নিউ এজ পত্রিকায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা কাজী সায়েমুজ্জামান দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্সও সম্পন্ন করেছেন।
পূর্ব পুরুষ পটুয়াখালী জেলার বাউফলের হলেও কাজী সায়েমুজ্জামানের জন্ম বন্দরশহর চট্টগ্রামে ১৯৮১ সালে। ২৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টরের একান্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবেও কাজ করেছেন। এছাড়া শিল্প সচিবের একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। দুদকের আসার আগে তিনি যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।
বাংলা ভাষার ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষায় পারদর্শী সায়েমুজ্জামান। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। গত বছরের বইমেলায় প্রকাশ পায় তার কবিতার বই ‘তোমাকে দেখার পর’।






