শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিনের ওপর ছাত্রদল নেতার হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে। হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে মানববন্ধনের পর সোমবার সংবাদ সম্মেলন করেছে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ ছাড়া সারাদেশের কৃষি দপ্তরে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে—১১ নভেম্বর এক ঘণ্টা কলমবিরতি, ১২ নভেম্বর অবস্থান কর্মসূচি এবং ১৩ নভেম্বর উপজেলা, জেলা ও আঞ্চলিক কৃষি অফিসসহ সব কৃষি দপ্তরের সামনে মানববন্ধন।
সংবাদ সম্মেলনে বিসিএস কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সাহিনুল ইসলাম বলেন,‘প্রণোদনা কর্মসূচি কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের কৃষি কর্মকর্তারাই এ কার্যক্রম বাস্তবায়ন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কৃষক পর্যায়ে সরকারি সহায়তা পৌঁছানো ব্যাহত হবে। এতে কর্মকর্তাদের মনোবল ভেঙে যাবে, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, হামলার ঘটনার পাঁচ দিন পরও আসামিরা গ্রেপ্তান হননি। এতে কৃষি কর্মকর্তারা নিরপ্ততাহীনতায় ভুগছেন।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসক ও অর্থ উইংয়ের উপপরিচালক মো. মুরাদুল হাসান বলেন, ‘বর্তমান সরকার ও প্রশাসনের সক্রিয় উদ্যোগেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সব কর্মকর্তা নিরাপদে ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন—এটাই প্রত্যাশা।’
হর্টিকালচার উইংয়ের উপপরিচালক মো. নূরে আলম সিদ্দিকী বলেন, এ হামলা শুধু একজন কর্মকর্তার ওপর নয়। মাঠপর্যায়ের সব কৃষি কর্মকর্তার নিরাপত্তা ও মর্যাদার ওপর এক গুরুতর আঘাত।
এসময় রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের পরিচালক (পিডি) মোঃ জিয়াউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
গত ৫ নভেম্বর শেরপুরের নকলায় ‘সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায়’ উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রদল নেতা ফজলুল হক। আহত কর্মকর্তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।






